• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঋণ খেলাপির দায়ে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক বরখাস্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ অক্টোবর ২০১৭, ১৩:৩৯

বিভিন্ন ব্যাংক ও সহকর্মীদের থেকে ঋণ নিয়ে খেলাপি হওয়া বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) প্রভাষ চন্দ্র মল্লিককে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ উন্নয়ন বিভাগের এক নির্দেশনার মাধ্যমে তাকে বরখাস্তের আদেশ জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, বগুড়া অফিসে কর্মরত মহাব্যবস্থাপক প্রভাষ চন্দ্র মল্লিককে উপযুক্ত কর্তৃপক্ষের নির্দেশক্রমে বাংলাদেশ ব্যাংক স্টাফ রেগুলেশন ২০০৩ এর ৪৫(৫) ধারার আওতায় সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি অত্র ব্যাংকের প্রচলিত বিধি মোতাবেক জীবিকা নির্বাহ ভাতা প্রাপ্য হবেন।

নিয়ম অনুযায়ী, পূর্ব অনুমোদন ছাড়া বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে পারেন না। তবে নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রভাষ চন্দ্র মল্লিক অনুমোদন ছাড়াই ঋণ নিয়ে খেলাপি হয়ে পড়েছেন। শুধু ব্যাংক নয়, সহকর্মীদের কাছ থেকেও লাখ লাখ টাকা ধার নিয়ে আর ফেরত দিচ্ছেন না বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের প্রেক্ষিতে জিএম প্রভাষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক।