• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

চীনের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২২ হাজার কর্মী ছাঁটাই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩১

বিশ্বব্যাপী কর্মী ছাঁটাই করা আর্থিক প্রতিষ্ঠানের তালিকা দিন দিন বাড়ছে। এবার এই তালিকায় যুক্ত হলো চীনের কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সম্প্রতি ব্যাংকগুলো ২২ হাজারেরও বেশি কর্মী ছাটাই করেছে।

ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে।

গেল কয়েক বছর ধরে চীনের ব্যাংকিং খাতে মন্দাভাব বিরাজ করছে। বিশেষ করে চলতি বছরের প্রথমার্ধে এই খাতে নেট মুনাফা ব্যাপক হারে কমেছে। তা থেকেই এমন সিদ্ধান্ত নিল দেশটির শীর্ষ চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সেগুলো হলো ব্যাংক অব চাইনা, এগ্রিকালচার ব্যাংক অব চাইনা, চাইনা কনস্ট্রাকশন ব্যাংক ও নাম না জানা আরেকটি। সব মিলিয়ে ব্যাংকগুলো ২২,২৬০ কর্মী ছাঁটাই করেছে।

বিশ্বব্যাপী অর্থনৈতিক শ্লথগতির কারণে ইস্পাত ও কয়লা খাত থেকে এরই মধ্যে ব্যাপক সংখ্যক কর্মী ছাঁটায়ের ঘোষণা দিয়েছে চীন। ধারণা করা হচ্ছে, এই সংখ্যা হতে পারে ১৮ লাখ।

একই কারণে আসছে বছর তিন লাখ সেনা ছাঁটাই করার পরিকল্পনা করছে চীন।

ডিএইচ/

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh