• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঈদে প্রবাসী আয় এসেছে সাড়ে ১১ হাজার কোটি টাকা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৬

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এ খুশির জোয়ার পরিবারের মাঝে ছড়িয়ে দিতে আগস্ট মাসে প্রচুর প্রবাসী দেশে তাদের কষ্টার্জিত আয় পাঠিয়েছে। যা গেলো ১৪ মাসের রেকর্ড ভঙ্গ করেছে। আগস্টে প্রবাসীরা ডলারের বিনিময়মূল্য ৮০ টাকা ধরে দেশে ১১ হাজার ৩৬০ কোটি টাকা পাঠিয়েছে প্রাবাসীরা। যা জুলাইয়ের চেয়ে ২ হাজার ৪০০ কোটি টাকা বেশি। জুলাইয়ে দেশীয় মুদ্রায় প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৮ হাজার ৯৬০ কোটি টাকা।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আগস্টে প্রবাসীরা সবচেয়ে বেশি আয় পাঠিয়েছেন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। যার পরিমাণ ৯৯ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার। এরপরে রয়েছে রাষ্ট্রায়াত্ত্ব ব্যাংকগুলো, যার পরিমাণ ৩৯ কোটি ৫১ লাখ মার্কিন ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এক কোটি ১৭ লাখ মার্কিন ডলার এছাড়া বিদেশি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এক কোটি ২৮ লাখ মার্কিন ডলার।

এদিকে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে। এ ব্যাংকটির মাধ্যমে ৩০ কোটি ৪৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। রেমিট্যান্স আহরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাষ্ট্রায়াত্ব অগ্রণী ব্যাংক লিমিটেড। এ ব্যাংকটির মাধ্যমে আগস্টে রেমিট্যান্স এসেছে ১৩ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার। এছাড়া সোনালী ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ২০ লাখ ডলার, জনতা ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৩০ লাখ ডলার, ডাচ বাংলা ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ও ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৯৯ লাখ ডলারের কিছু বেশি রেমিট্যান্স এসেছে।

গেলো ২০১৪-১৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ দেড় হাজার কোটি ডলার রেমিট্যান্স আসে। এরপর প্রতিবছরই রেমিট্যান্স কমেছে। ২০১৫-১৬ অর্থবছরে আড়াই শতাংশ কমে রেমিট্যান্স আসে ১ হাজার ৪৯৩ কোটি ডলার। ২০১৬-১৭ অর্থবছরে তা সাড়ে ১৪ শতাংশ কমে আসে ১ হাজার ২৭৭ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করেই মূলত রেমিট্যান্স বেড়েছে। কারণ এ সময়ে অনেক প্রবাসী ঈদের জন্য বাড়তি টাকা পাঠায়। গেলো কয়েক বছর ধরে প্রবাসী আয় বেশ কমেছে। মূলত ব্যাংকিং চ্যানেলের পরিবর্তে হুন্ডির মাধ্যমে অনেক টাকা দেশে আসছে। তাই উদ্বিগ্ন সরকার ও বাংলাদেশ ব্যাংক। এ পরিপ্রেক্ষিতে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়াতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh