• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহের গফরগাঁওয়ে লিনেক্সের ৫৯তম শোরুম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ আগস্ট ২০১৭, ২১:৪২

সাধ্যের মধ্যে সাশ্রয়ী দামে এ স্লোগান নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে উদ্বোধন করা হলো লিনেক্স ইলেকট্রনিক্সের ৫৯তম এক্সক্লুসিভ শোরুম।

প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার গোলাম শাহরিয়ার কবীর এক্সক্লুসিভ শোরুমটির উদ্বোধন করেন।

এসময় সাবেক পৌর চেয়ারম্যান মো. মন্জুর মিয়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও রূপালী ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, সুমন ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মো. জুবায়েদ হোসেন সুমনসহ অনেকে উপস্থিত ছিলেন।

গোলাম শাহরিয়ার কবীর বলেন, লিনেক্স ক্রেতাদের বিক্রয়োত্তর সেবা প্রদানে বদ্ধ পরিকর। আর তাই ইতোমধ্যেই দেশের ১৩টি গুরুত্বপূর্ণ স্থানে সার্ভিস সেন্টার স্থাপন করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে আরো ৩০টি সার্ভিস সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে।

শোরুমটিতে এনার্জি সেভিং রেফ্রিজারেটর, স্মার্ট এলইডি টিভি, ইকো ফ্রেন্ডলি এসি, অটোমেটিক ওয়াশিং মেশিন, আয়রন ও মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য পাওয়া যাচ্ছে।

উদ্বোধন উপলক্ষে লিনেক্সের সব পণ্যে দশ শতাংশ ছাড় দেয়া হচ্ছে। সারাদেশে লিনেক্সের পণ্যে বাজারজাত করছে বেঙ্গল গ্রুপ।

লিনেক্স ইলেকট্রনিক্স দেশজুড়ে গ্রাহক জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া বাজারে জনপ্রিয় মোবাইল কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে লিনেক্স মোবাইল ফোন গ্রাহকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে।

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে লিনেক্সের পণ্যগুলো তৈরি করা হয়েছে। বিক্রয়োত্তর সেবার পাশাপাশি গ্রাহকদের ক্রয়ক্ষমতার মধ্যেই গুণগত মানসম্পন্ন পণ্য তৈরি করছে লিনেক্স।

গেলো বছর বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মাধ্যমে আমেরিকান ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড লিনেক্স বাংলাদেশে যাত্রা শুরু করে। বেঙ্গল গ্রুপ লিনেক্স ইলেকট্রনিক্সের পণ্যগুলো বাজারজাত করছে।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh