• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ক্রেডিট কার্ডে সুদের হার কমছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ আগস্ট ২০১৭, ১৭:০৬

ক্রেডিট কার্ড গ্রাহকদের নিয়মিত ঋণের ক্ষেত্রে সাধারণ নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) ৩ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে এখন থেকে ক্রেডিট কার্ডের ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে ৫ শতাংশের পরিবর্তে ২ শতাংশ প্রভিশন সংরক্ষণ করতে হবে।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, নগদ অর্থ লেনদেনের ঝুঁকি এবং ক্রেডিট কার্ড ব্যবসায় ব্যয় কমানোর লক্ষ্যে প্রভিশন সংরক্ষণের হার সংশোধন করা হয়েছে। এতে অ-শ্রেণিকৃত ক্রেডিট কার্ড গ্রাহকের ঋণের বিপরীতে ২ শতাংশ সাধারণ প্রভিশন সংরক্ষণ করতে হবে, যা আগে ছিল ৫ শতাংশ।

এর আগে গেলো ১১ মে এ সংক্রান্ত নীতিমালা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। এতে ক্রেডিট কার্ডের উচ্চ সুদহার কমানোর ইঙ্গিত দেয়া হয়। নিয়ম করা হয় ক্রেডিট কার্ডের সুদহার ভোক্তা ঋণের সুদহারের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ যোগ করা যাবে। অর্থাৎ ব্যাংক ভোক্তা ঋণে গ্রাহকের নিকট থেকে যদি ১২ শতাংশ সুদ আদায় করে থাকে, তার ওপর অতিরিক্ত ৫ শতাংশ তথা ১৭ শতাংশ সুদ আদায় করতে পারবে। কিন্তু ব্যাংকগুলোর চাপে নীতিমালার তিন মাসের মধ্যেই ওই বিধি সংশোধন করে কেন্দ্রীয় ব্যাংক। গেলো ৩ আগস্ট জারিকৃত সংশোধিত নীতিমালায়, ভোক্তা ঋণের পরিবর্তে ব্যাংক তার যে কোনো ঋণের সুদহারের ওপর অতিরিক্ত ৫ শতাংশ পর্যন্ত সুদ আদায় করতে পারার বিধান চালু করা হয়। সংশোধিত এ সুদহার ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে নীতিমালায় জানানো হয়।

তথ্যমতে, বর্তমানে ১৮ শতাংশ থেকে সর্বোচ্চ ৩৬ শতাংশ হারে ক্রেডিট কার্ডের সুদ নিচ্ছে ব্যাংকগুলো। বর্তমানে প্রায় এক কোটি ২০ লাখ গ্রাহকের হাতে কার্ড রয়েছে। এর মধ্যে ক্রেডিট কার্ড রয়েছে ১০ লাখের মতো। মূলত অন্যান্য ঋণের তুলনায় ক্রেডিট কার্ডের সুদহার অনেক বেশি হওয়ায় এটি আশানুরূপ হারে জনপ্রিয় হচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh