• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘দক্ষ শ্রমিক গড়ে তুললেই দেশের উন্নয়ন হবে’

অনলাইন ডেস্ক
  ২০ আগস্ট ২০১৭, ২৩:৪৮

পলিসি সাপোর্টসহ সরকারি সহায়তা পেলে ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে দুই থেকে তিন বিলিয়ন ডলার মূল্যের প্ল্যাস্টিক সামগ্রী রপ্তানি সম্ভব। বললেন বিপেট এর চেয়ারম্যান ও বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি মো. জসিম উদ্দিন।

তিনি আরো বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক গড়ে তুললেই জনশক্তি ও অর্থনৈতিক দিক দিয়ে দেশে উন্নয়ন হবে।

রোববার বিকেলে বাংলাদেশ প্ল্যাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন আয়োজিত ‘প্ল্যাস্টিক ইনজেকশন মলডিং ম্যাসিন অপারেশন অ্যান্ড মেন্টানেন্স কোর্স’ এর ১১তম ব্যাচের মাসব্যাপী ট্রেনিং কোর্স সমাপ্ত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এতে কাস্টমস এক্সপার্ট বন্ড অ্যান্ড আইটি বিভাগের জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এ এফ এম শাহরিয়ার মোল্লা প্রধান অতিথি ছিলেন।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়