• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

খেলাপি রোধে বড় ঋণ না দিয়ে ছোট ঋণের পরামর্শ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ জুলাই ২০১৭, ১৮:৫৬

ব্যাংকগুলোকে খেলাপি ঋণ বন্ধ করতে বড় ঋণ না দিয়ে ছোট ঋণের দিকে ঝুঁকতে পরামর্শ দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

সোমবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট-২০১৬ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

গভর্নর বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর্থিক খাতের উন্নয়নের ধারাকে ব্যাহত করতে না পারে সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে। ঋণ আদায় বৃদ্ধির মাধ্যমে খেলাপি ঋণের হার কমিয়ে আনতে হবে। টেকসই ব্যাংকিং গঠনে সিস্টেমেটিক ঝুঁকির কারণ হতে পারে এমন আগ্রাসী বিনিয়োগ থেকে ব্যাংকগুলোকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, ২০১৬ সালে আর্থিক খাত তার শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। দেশের প্রকৃত দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির হার ৭ শতাংশ ছাড়িয়ে গেছে। পাশাপাশি মূদ্রাস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৯ শতাংশে। আর্থিক খাতের অধিকাংশ সূচকে ইতিবাচক অর্জন দেখা যাচ্ছে।

অনুষ্ঠানে ডেপুটি গভর্নর শিতাংশু কুমার সুর চৌধুরী, ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ও এসএম মনিরুজ্জামান, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি আনিস এ খান, আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান, চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার মো. আল্লাহ মালিক কাজেমী, প্রধান অর্থনীতিবিদ ড. ফয়সাল আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বছরের ব্যবধানে বেড়েছে খেলাপি ঋণ
X
Fresh