• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ঘণ্টা নয় কয়েক মিনিটেই স্বর্ণের মান যাচাই (ভিডিও)

তামজীদ রনি

  ১০ জুলাই ২০১৭, ১৮:২৪

স্বর্ণের মান যাচাইয়ের জন্য এখন ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি। ফলে এখন আর ঘণ্টার পর ঘণ্টা নয়, কয়েক মিনিটেই স্বর্ণের মান যাচাই করা যাচ্ছে।

অলঙ্কার তৈরি ও কেনাবেচার জন্য দেশের সবচে’ বড় বাজার রাজধানীর তাঁতীবাজার। স্বর্ণের মান যাচাইয়ের জন্য এখানে আছে বাংলা গোল্ড নামের একটি প্রতিষ্ঠান।

নিরাপত্তা, বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতার কারণে শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন স্বর্ণ ব্যবসায়ী ও ক্রেতারা বাংলা গোল্ডে আসছেন স্বর্ণের মান যাচাই করার জন্য।

বাংলা গোল্ডের ব্যবস্থাপক বিপুল বলেন, সনাতন পদ্ধতিতে আগে স্বর্ণ গলাতে যেখানে সময় লাগতো দু’ থেকে তিন ঘণ্টা, সেখানে আধুনিক পদ্ধতিতে এখন মাত্র পাঁচ মিনিটেই স্বর্ণ গলানো সম্ভব হচ্ছে।

বাংলা গোল্ডের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক খান দোলন বলেন, বিশ্বের আধুনিক সব দেশ অনেক আগে থেকেই এ প্রযুক্তি ব্যবহার করছে। এটি ক্রেতা-বিক্রেতা সবার জন্যই সুবিধাজনক।

এ প্রযুক্তি ব্যবহারের কারণে সময়, শ্রম ও টাকা সবদিক দিয়েই লাভবান হচ্ছে স্বর্ণ ব্যবসায়ী ও ক্রেতারা।এ ধরনের উদ্যোগ দেশের জুয়েলারি শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাবে বলেও আশা জানান তারা।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh