• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ইয়েনের বিপরীতে দাম বেড়েছে ডলারের

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৯ আগস্ট ২০১৬, ১৯:২৩

জাপানি মুদ্রা ইয়েনের বিপরীতে ডলারের দাম বেড়েছে। যা তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ানো হবে- এমন খবর চাউর হবার পর এ পরিস্থিতির সৃষ্টি হলো।

রয়টার্স জানিয়েছে, ইয়েনের বিপরীতে ডলারের দাম বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। সোমবার এক ডলার কিনতে খরচ হয় ১০২ দশমিক ৩৯ ইয়েন। যা নয় আগস্টের পর সর্বোচ্চ। ওইদিন এক ডলার কিনতে খরচ হয় ১০২ দশমিক ১৫ ইয়েন।

চলতি বছরই যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ানো হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াইওমিংয়ের জ্যাকসন হলে ফেডারেল রিজার্ভের বার্ষিক সভায় প্রতিষ্ঠানটির প্রধান জ্যানেট ইয়েলেন বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের শক্তিশালী অবস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে এ সিদ্ধান্ত নিচ্ছে ফেড।

এ খবরের ইতিবাচকে প্রভাব পড়েছে জাপানের পুঁজিবাজারে। সোমবার দিন শেষে ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পায় নিক্কেই সূচক। যা গেল তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

বিশেষজ্ঞরা বলছেন, ইয়েনের অবমূল্যায়নের ফলে জাপানের বড় রপ্তানিকারকরা লাভবান হবে। এজন্যই দেশটির পুঁজিবাজারের সূচক বেড়েছে।

তবে এশিয়ার অন্যান্য পুঁজিবাজারে উল্টো চিত্র দেখা গেছে। হংকংয়ের হ্যাংসেং সূচক কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ।

ডিএইচ/

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh