• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

১০ টাকা কেজি চাল বিতরণ বাড়াবে সরকার

আরটিভি নিউজ

  ২৫ মে ২০২২, ১২:৫৭
১০, টাকা, কেজি, চাল, বিতরণ, বাড়াবে, সরকার,
ফাইল ছবি

বিশ্ব বাজারের পাশাপাশি দেশের বাজারেও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় অতিদরিদ্রের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচি বাড়াবে সরকার।

সামাজিক সুরক্ষার আওতায় আরও ১১ লাখ মানুষকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রতিটি পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে।

আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ৬ লাখ ৭৭ হাজার ৮৬৪ কোটি টাকা।

এ বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম গণমাধ্যমকে বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কারণে নিত্যপণ্যের দাম আন্তর্জাতিক ও দেশীয় বাজারে বেড়েছে। আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচিতে বরাদ্দ বাড়ানো হবে।

মানুষের যেন কষ্ট না হয়, সে জন্য সরকার ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচির পরিধি বাড়াবে বলেও জানান তিনি।

২০২২-২৩ অর্থবছরের সম্ভাব্য বাজেটের তথ্য অনুযায়ী, ৬ হাজার ৭৪৫ কোটি টাকা খাদ্য ভর্তুকি বাবদ প্রাক্কলন করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি অর্থবছরে ৩২ দশমিক ৫৬ লাখ টন খাদ্যশস্য সংগ্রহ এবং ৩২ দশমিক ৭৫ লাখ টন খাদ্যশস্য বিতরণের পরিকল্পনা রয়েছে। খাদ্যশস্য সংগ্রহে ৭৫ শতাংশ অগ্রগতি হয়েছে, যা সন্তোষজনক।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেয়ারবাজারের পতন ঠেকাতে নতুন নিয়ম চালু
মায়ের বান্ধবীকে বিয়ে, অন্তরঙ্গ ছবি প্রকাশ করে যা লিখলেন বিরসা
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
X
Fresh