• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘বিশ্ববাজার ধরতে ইলেকট্রনিক পণ্যের মান বাড়াতে হবে’

আরটিভি নিউজ

  ১৫ মে ২০২২, ০৯:৫৬
‘বিশ্ববাজার ধরতে ইলেকট্রনিক পণ্যের মান বাড়াতে হবে’
ফাইল ছবি

মানসম্মত পণ্য তৈরি করতে পারলে আন্তর্জাতিক বাজারে ইলেকট্রিক্যাল পণ্য পৌঁছে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। সেই সাথে বিশ্ববাজার ধরতে হলে পণ্যের যথাযথ মান নিশ্চিতের তাগিদ দিয়েছেন তিনি।

শনিবার (১৪ মে) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস মার্চেন্ডাইজ শীর্ষক এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির সভায় তিনি এ তাগিদ দেন।

মো. জসিম উদ্দিন বলেন, এক সময় ইলেকট্রিক্যাল পণ্য আমদানি করতে হতো। এখন প্রায় ৮০ শতাংশই দেশে তৈরি হয়। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স খাতের প্রসারের জন্য কমপ্লায়েন্স একটি বড় ইস্যু। মানসম্মত পণ্য তৈরি করতে পারলে বিশ্ববাজারে ইলেকট্রিক্যাল পণ্য পৌঁছে দেওয়া সম্ভব।

তিনি বলেন, ছোট ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে নীতিমালা তৈরিতে আমাদের সহযোগিতা করতে হবে। শুধুমাত্র নিজস্ব ব্যবসার উন্নতি হিসাব না করে পুরো খাতের উন্নয়নে কাজ করতে হবে।

এ সময় ব্যাকওয়ার্ড লিংকেজ প্রতিষ্ঠায় জোর দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মো. জসিম উদ্দিন।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বর্ণের দাম কমলো বিশ্ববাজারে
আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম
শিক্ষাব্যবস্থার পরিবর্তন প্রয়োজন : জসিম উদ্দিন
আরও কমলো সয়াবিনের দাম
X
Fresh