• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বাজারে তেলের সরবরাহ বেড়েছে, সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা

আরটিভি নিউজ

  ০৯ মে ২০২২, ০৯:৪৬

ব্যবসায়ীদের দাবি অনুযায়ী সর্বশেষ গত ৫ মে তেলের দাম প্রতি লিটারে ৩৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে সরকার।

বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৮ টাকা, খোলা সয়াবিন তেল ১৮০ টাকা, আর পাম সুপার ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। দাম বৃদ্ধির পরও অজানা কারণে বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছিল না।

তবে এবার পাইকারি ও খুচরা বাজারে তেলের সরবরাহ বেড়েছে। ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, চারটি কম্পানি নতুন দামে চাহিদামতো তেল দিয়ে যাচ্ছে। কম্পানিগুলো জানিয়েছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, আর কোনো সমস্যা নেই। অর্ডার দিলেই তেল পাওয়া যাবে।

জানা গেছে, সিঙ্গাপুর থেকে ২২ দশমিক ৯ মিলিয়ন লিটার সয়াবিন তেল এসেছে। দেশের শীর্ষ চার কোম্পানি সিটি গ্রুপ, সেনাকল্যাণ ভোজ্যতেল, বাংলাদেশ ভোজ্যতেল ও বসুন্ধরা গ্রুপ এই তেল আমদানি করেছে।

এদিকে বাজারে তেলের দাম বাড়ানোর পর কিছু অসাধু ব্যবসায়ী আগের মজুত করা তেল বেশি দামে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। তবে বসে নেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও।৮ মে রাজধানীর বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অসাধু ব্যবসায়ীদের কারণে স্বল্প আয়ের মানুষেরা কষ্ট পায়’
কমছে পেঁয়াজের দাম, নেমেছে অর্ধেকে
নিত্যপণ্যের দাম বাড়িয়ে লুটপাটে ব্যস্ত অসাধু ব্যবসায়ীরা (ভিডিও)
অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
X
Fresh