• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নিউমার্কেটে ভয়ে ভয়ে কেনাকাটা করছেন ক্রেতারা (ভিডিও)

আরটিভি নিউজ

  ২১ এপ্রিল ২০২২, ১০:৫৯

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে টানা দুদিন বন্ধ থাকার পর আজ খুলেছে রাজধানীর নিউমার্কেট।

আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে দোকান খোলার সঙ্গে সঙ্গেই ক্রেতাদের উপস্থিতি বাড়তে শুরু করে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, গেল দুদিন দোকান বন্ধ থাকায় তাদের অনেক ক্ষতি হয়েছে। করোনার কারণে গত দুই বছর ঈদে তারা দোকান খুলতে পারেননি। এবারের ঈদে সেই ক্ষতি পুষিয়ে নিতে চান।

এক ব্যবসায়ী আরটিভি নিউজকে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের কারণে তাদের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।

তিনি বলেন, সংঘাত দীর্ঘায়িত হওয়ার পেছনে ব্যবসায়ী নেতাদের চেয়ে আইশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বেশি। কারণ সোমবার রাতে সংঘর্ষ হওয়ার পর মঙ্গলবার দুপুর পর্যন্ত নিউমার্কেট এলাকায় আইশৃঙ্খলা বাহিনীর কোন সদস্য আসেনি। এ কারণে সংঘাত দীর্ঘায়িত হয়েছে এবং ব্যবসায়ীরা ক্ষতির শিকার হয়েছে। তবে আজ দোকান খুলতে পেরে ভালো লাগছে বলেও জানান তিনি।

ক্রেতারা জানিয়েছেন, তাদের মাঝে এখনও আতঙ্ক কাজ করছে। তারা ভয়ে ভয়ে জিনিসপত্র কিনছেন।

একজন নারী ক্রেতা আরটিভিকে বলেন, আজ দোকান খুলবে কি না নিশ্চিত ছিলাম না। আসছিলাম ওষুধ কিনতে। ভাবলাম মার্কেট যদি খোলা পাই, তাহলে কিছু নেব। এখনও ভয় কাজ করছে। দেখছি দোকান খোলা আছে, তাড়াতাড়ি কেনাকাটা করে চলে যাব।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে চালের দাম বেশি, বিপাকে সাধারণ ক্রেতা
চাঁদরাতে পা ফেলার জায়গা নেই মৌচাক-নিউমার্কেটে
শেষ মুহূর্তে মার্কেট-শপিংমলে উপচেপড়া ভিড়
শেষ সময়ের ঈদ কেনাকাটায় উপচেপড়া ভিড়
X
Fresh