• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

এবারের বইমেলায় যত টাকার বই বিক্রি

আরটিভি নিউজ

  ১৭ মার্চ ২০২২, ১৯:৪৪

সাহিত্য প্রেমীদের প্রাণের উৎসব অমর একুশে বইমেলা শেষ হয়েছে আজ। শেষদিনে বইপ্রেমীদের মাঝে ছিল কেনাকাটার তাড়া। মেলার সময় ফুরিয়ে যাওয়ার পরও স্টলগুলোকে ঘিরে ভিড় জমেছিল।

শেষদিন উপলক্ষে বাংলা একাডেমির পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ১টায় খুলে যায় মেলার দ্বার। এরপর থেকেই বইপ্রেমীরা ভিড় জমাতে শুরু করেন। বিকেলের পর সেই ভিড় পরিণত হয় জনসমুদ্রে। বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনকে সঙ্গে করে সবাই ঘুরে দেখেছেন শেষদিনের মেলা। ফেরার পথে সঙ্গি করেছেন ব্যাগ ভর্তি নতুন বই।

এবারের মেলায় প্রায় সাড়ে ৫২ কোটি টাকার বই বিক্রি হয়েছে। এর মধ্যে বাংলা একাডেমির বই বিক্রি হয়েছে ১ কোটি ২৭ লাখ টাকার। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে এ তথ্য জানিয়েছেন বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব ড. মো. জালাল আহমেদ।

২০২১ সালে মোট ৩ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। সেদিক থেকে এবারের মেলায় বিক্রি বেড়েছে সাড়ে ১৭ গুণ। মোট বই প্রকাশ হয়েছে ৩ হাজার ৪১৬টি। এর মধ্যে মানসম্পন্ন বই নির্বাচিত হয়েছে ৯০৯টি।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৬ এপ্রিল)
ছুটির ৫ দিনে পদ্মা সেতুতে যত টাকার টোল আদায়
মোবাইলে এক মাসে ১ লাখ ৩০ হাজার কোটি টাকা লেনদেন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৫ এপ্রিল)
X
Fresh