• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

লকডাউন আর না দেওয়ার আহ্বান : এফবিসিসিআই

আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২২, ১৭:০৫
লকডাউন আর না দেওয়ার আহ্বান : এফবিসিসিআই

লকডাউনের মতো কঠোর বিধিনিষেধ না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।

বুধবার (১২ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, গত বছর ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার কারণে আমাদের রপ্তানি বাড়ছে। করোনাভাইরাস মহামারির মধ্যেও আমরা জিডিপির ৫ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছি। অথচ, আমাদের প্রতিবেশী দেশ ভারতসহ পৃথিবীর অনেক দেশে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

তিনি বলেন, লকডাউনের কারণে ব্যবসার ক্ষতি হচ্ছে। এ কারণে বিশ্বের কোনো দেশ এখন লকডাউন দিচ্ছে না।

এফবিসিসিআই সভাপতি বলেন, গত বছর করোনায় প্রতিষ্ঠান বন্ধ থাকায় শ্রমিকরা চাকরি ছেড়ে বাড়ি চলে গেছেন। ১৩ থেকে ১৪ দিন পর পোশাক কারখানা খুলে দেওয়া হলেও শ্রমিকরা বাড়ি থেকে আর ফিরে আসেননি। সুতরাং লকডাউনেই সমাধান নয়, এর কারণে ক্ষতি হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব।

এমএন/টিআই

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
আরও ১৫ জনের করোনা শনাক্ত
অফিস ছুটির পরই গন্তব্যে রওনা দেওয়ার আহ্বান
২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত
X
Fresh