• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রমজানে শেয়ারবাজার ৩০ মিনিট কম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মে ২০১৭, ২১:০২

রমজান মাসে শেয়ারবাজারে লেনদেন কমছে ৩০ মিনিট।এরমধ্যে ডিএসইতে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলবে। অপরদিকে সিএসইতে লেনদেন চলবে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ডিএসই আরো জানায়, পবিত্র রমজান মাস উপলক্ষে অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে। রমজান মাস এবং ঈদ-উল-ফিতর এর ছুটির পর ফের ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিস সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে এবং লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

অপর বিজ্ঞপ্তিতে সিএসই জানায়, রমজানে সিএসইতে অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে লেনদেন হবে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। ফের রমজান শেষে সিএসইতে লেনদেন হবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh