• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শেয়ারবাজারে নিম্ম গতিতে সপ্তাহ পার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মে ২০১৭, ২০:২৩

নিম্ম গতি নিয়ে সপ্তাহ পার করলো দেশের উভয় শেয়ারবাজার। এতে কমেছে লেনদেন ও সূচক। ফলে শেয়ারবাজারজুড়ে নিম্মগামী পরিবেশ সৃষ্টি হয়েছে। সপ্তাহব্যাপী বাজার বিশ্লেষণ করে এমন চিত্র দেখা যায়।

গেল সপ্তাহে ডিএসইতে ৫ কার্যদিবসে ২ হাজার ৯৭০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ছে, যা এর আগের সপ্তাহে ছিল ২ হাজার ৮৩১ কোটি ২৯ লাখ টাকা। সপ্তাহজুড়ে মোট ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৩টি কোম্পানি এবং দর কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি। লেনদেন হয়নি ২ কোম্পানির শেয়ার।

ডিএসইএক্স সূচক কমেছে ১ দশমিক ৭৬ শতাংশ বা ৯৬ দশমিক ৫৫ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক কমেছে ১ দশমিক ৫৯ শতাংশ বা ৩২ দশমিক ১৬ পয়েন্ট।

অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ১ দশমিক ৪৩ শতাংশ বা ১৮ দশমিক ২২ পয়েন্টে। সপ্তাহজুড়ে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৭৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার। লেনদেন হয়েছে মোট ২৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৭টি কোম্পানি ও দর কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি।

এমসি/সি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh