• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

টানা দরপতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ

আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২১, ১৫:২৮
টানা দরপতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ
ছবি: সংগ্রহীত

পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। সোমবার (২৫ অক্টোবর) রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ করেন তারা।

জানা গেছে, গত কয়েক দিন ধরে দেশের পুঁজিবাজারে বড় দরপতনের মাধ্যমে লেনদেন চলছে। গতকাল (রোববার) সপ্তাহের প্রথম কার্যদিবস বড় পতন হয়। তবে সোমবার আড়াই ঘণ্টায় ১৬৪ পয়েন্টের পতন সব ছাড়িয়ে যায়। এ অবস্থায় রাস্তায় নামতে বাধ্য হয় বিনিয়োগকারীরা।

বিনিয়োগকারীদের দাবি, দ্রুত দরপতন থেকে পুঁজিবাজারকে উত্থানে ফেরানোর পাশাপাশি গত ১০ অক্টোবর থেকে চলা এ দরপতনের পেছনে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

এদিকে এরইমধ্যে ১০ অক্টোবরের ৭৩৬৮ পয়েন্টের সূচক আজ (সোমবার) দুপুর ১২টা ৩৬ মিনিটে ৬৮৪১ পয়েন্ট নেমে যায়। এ ক্ষেত্রে সূচক কমে ৫২৭ পয়েন্ট বা ৭ শতাংশ।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বকেয়া বেতনের দাবিতে পাকিস্তানে শিক্ষকদের বিক্ষোভ
জাবিতে শিক্ষার্থী কল্যাণ ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে জবিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, থমথমে পরিবেশ
অবন্তিকার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর, বিচারের দাবিতে বিক্ষোভ 
X
Fresh