• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আবারও জরুরি নোটিশ দিলো ইভ্যালি

আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৩
আবারও জরুরি নোটিশ দিলো ইভ্যালি
ফাইল ছবি

গ্রাহকদের জন্য ক্যাম্পেইন সংক্রান্ত জরুরি বার্তা দিয়েছে দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি।

ইভ্যালির অফিসিয়াল ফেসবুক পেজে দেখা যায়, শনিবার রাত ১২টা ১৪ মিনিটের দিকে “T10 ক্যাম্পেইন সংক্রান্ত জরুরি নোটিশ” দেয় প্রতিষ্ঠানটি।

নোটিশে বলা হয়েছে, সম্মানিত গ্রাহক, নিত্য নতুন ক্যাম্পেইন এবং শপিংয়ে অনন্য এক্সপেরিয়েন্স নিয়ে আমরা আপনাদের পাশে আছি সবসময়। আপনাদের সুবিধামতো সময়ে শপিং করার স্বার্থে ৩ সেপ্টেম্বর ২০২১ এর T10 লাইভ থাকবে ০৪ সেপ্টেম্বর, শনিবার রাত ১০:০০ পর্যন্ত। এবং T10-এর অর্ডার কনফার্ম করা শুরু হবে ০৪ সেপ্টেম্বর, শনিবার দুপুর ১২:০০ থেকে। T10 ক্যাম্পেইনের মাধ্যমে মাত্র ১০% অগ্রিম মূল্য পরিশোধ করে ১০ দিনের মধ্যে পেয়ে যান আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট।

তবে অনেকেই আগের দেওয়া অর্ডার এখন পর্যন্ত না পেয়ে এই নোটিশ দেখে কমেন্টেসে বিরূপ মন্তব্য করছেন।

Faisal Shah নামে একজন বলেন, আগের অর্ডারের ডেলিভারির খবর নাই আবার নতুন ক্যাম্পেইন ঘোষণা।

Subrata Halder নামে একজন বলেন, এত বড় বড় কথা না বইলা জনগণ যে প্রোডাক্ট পাবে তা দেওয়ার ব্যবস্থা করুন।

Shahid Hossain Bhuiyan নামে একজন বলেন,
মিথ্যা প্রতিশ্রুতি প্রতারণা ছাড়া কিছুই না! দুই মাস হয়ে গেল এখনো T10 এর প্রোডাক্ট দিলেন না। আবার কিভাবে অফার দেন? লজ্জা এবং চরিত্র কোনটাই নেই আপনাদের।
ইভ্যালির পাশে থাকার জন্যই পরের অর্ডার গুলো করেছিলাম।

২০১৮ সালে যাত্রা শুরু হওয়া ইভ্যালি একটি বাংলাদেশ ভিত্তিক ইকমার্স প্লাটফর্ম। লোভনীয় ডিসকাউন্ট কিংবা ক্যাশব্যাকের অফার প্রসঙ্গে ইভ্যালির নাম সর্বাগ্রে। স্বল্প সময়ে অনলাইন ক্রেতার মধ্যে আলোড়ন সৃষ্টি করলেও প্রতিষ্ঠানটি এখন গ্রাহক ভোগান্তি ও সমালোচনার শীর্ষে অবস্থান করছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ইভ্যালির রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের নির্দেশ
টাকা ফিরে পেতে অপেক্ষা বাড়ছে ইভ্যালি গ্রাহকদের
ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
X
Fresh