• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন সদস্য বাংলাদেশ

আরটিভি নিউজ

  ০২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪২
নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন সদস্য বাংলাদেশ
ছবি সংগৃহীত।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত বিআরআইসিএস জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অব গভর্নরসের সভায় নতুন সদস্য হিসেবে বাংলাদেশকে অনুমোদন দেওয়া হয়েছে। ২০২১ সালের গত ২০ আগস্ট ব্যাংকটির গভর্নরস বোর্ডের সভাটি অনুষ্ঠিত হয়। এর ফলে ২০১৫ সালে স্থাপিত এ বহুজাতিক ব্যাংকে বাংলাদেশের অনুষ্ঠানিক যোগদানের বিষয়টি নিশ্চিত হলো। সংযুক্ত আরব আমিরাত ও উরুগুয়েকেও নতুন সদস্য হিসাবে গ্রহণ করেছে এনডিবি।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অব গভর্নরস নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়টিতে চূড়ান্ত অনুমোদন দেয় বলে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, গত ২০ আগস্ট বোর্ড অব গভর্নরসের ওই সভায় বাংলাদেশের যোগদানের বিষয়টি চূড়ান্ত হয়।

২০১৫ সালের ২১ জুলাই যাত্রা শুরু করে নিউ ডেভলেপমেন্ট ব্যাংক-এনডিবি।

সে সময় বলা হয়েছিল, এসব দেশে অবকাঠামো উন্নয়ন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে বিশ্ব ব্যাংক ও আইএমএফের বিকল্প হয়ে উঠতে পারে নিউ ডেভলেপমেন্ট ব্যাংক।

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) সূচনাতেই বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি আলোচনা উঠেছিল। তখন চীনের উদ্যোগে প্রস্তাবিত এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকে (এআইআইবি) যোগদানকে বেশি গুরুত্ব দিয়েছিল সরকার।

এবারই প্রথম ব্রিকসের সদস্য রাষ্ট্রগুলোর বাইরের কোনো সদস্য রাষ্ট্রকে ব্যাংকটিতে যোগের সুযোগ দেওয়া হল।

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট মার্কোস ট্রয়ো বলেন, ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে সহযোগিতার যে সেতুবন্ধন রচিত হতে যাচ্ছে তা সমৃদ্ধির পথে বাংলাদেশের দুর্বার যাত্রাকে আরও শক্তিশালী করবে বলে আমি আশা করি।’

এম

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুখাদ্যে মাত্রাতিরিক্ত চিনি, পরীক্ষা করবে বিএফএসএ
আকাশেই হামলায় ব্যবহৃত ড্রোনগুলো ধ্বংস করেছে ইরান
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
জিতেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় লিভারপুলের
X
Fresh