• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নয় ই–কমার্সের তথ্য চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি

আরটিভি নিউজ

  ২৪ আগস্ট ২০২১, ২২:৪৫
নয় ই–কমার্সের তথ্য চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি
ফাইল ছবি

নয়টি ই-কমার্স প্রতিষ্ঠানের তথ্য চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে এসব প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেন এবং আর্থিক তথ্য জানতে চাওয়া হয়েছে।

চিঠিতে তথ্য জানতে চাওয়া নয়টি ই-কমার্স হচ্ছে- আলেশা মার্ট, ই অরেঞ্জ, নিড ডট কম ডট বিডি, কিউকুম, আলাদিনের প্রদীপ, ধামাকা, সিরাজগঞ্জ শপ, বুম বুম ও আদিয়ান মার্ট।

পরবর্তী করণীয় নির্ধারণের জন্য প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ আর্থিক অবস্থা, ক্রেতা ও মার্চেন্টদের কাছে মোট দায়ের পরিমাণ জানা দরকার বলে চিঠিতে উল্লেখ করা হয়। বলা হয়, প্রতিষ্ঠানগুলোর চলতি ও স্থায়ী মূলধনের পরিমাণও জানা দরকার। আরও জানা দরকার প্রতিষ্ঠানগুলো কোনো অর্থ কোথাও সরিয়েছে কি না।

তথ্য জানানোর জন্য অবশ্য বাংলাদেশ ব্যাংককে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঋণখেলাপি ধরতে প্রার্থীদের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক
ঋণ খেলাপি প্রার্থী শনাক্তে তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক
রপ্তানিতে সিআইপি হলেন ১৮৪ ব্যবসায়ী
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
X
Fresh