• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বেসরকারি খাতে ঋণ ১৪.৮% বাড়ানোর লক্ষ্যে নতুন মুদ্রানীতি

আরটিভি নিউজ

  ২৯ জুলাই ২০২১, ১৬:৫৫
বেসরকারি খাতে ঋণ ১৪.৮% বাড়ানোর লক্ষ্যে নতুন মুদ্রানীতি

করোনা মহামারির ক্ষতিকর প্রভাব থেকে অর্থনীতি পুনরুদ্ধারে আগের ধারাবাহিকতা বজায় রেখে চলতি অর্থবছরের সম্প্রসারণমূলক নতুন মুদ্রানীতি ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এবারও বেসরকারি খাতে ঋণ বাড়ানোর প্রক্ষেপণ করা হয়েছে ১৪ দশমিক ৮০ শতাংশ।

আগের বছরের মতো এবারও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে মুদ্রানীতির ঘোষণাপত্র আপলোড করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে নতুন এ মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান।

সাধারণত সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুদ্রানীতি ঘোষণা করেন। কিন্তু করোনার কারণে গত বছর থেকে আনুষ্ঠানিকতা ছাড়া শুধু ওয়েবসাইটে এটি প্রকাশ করা হচ্ছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য রাখতে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি প্রণয়ন ও প্রকাশ করে। দেশের আর্থিক ব্যবস্থাপনায় মুদ্রানীতি খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, অভ্যন্তরীণ সম্পদ, বৈদেশিক সম্পদ কতটুকু বাড়বে বা কমবে তার একটি পরিকল্পনা তুলে ধরা হয়।

এমএন

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিনে মুক্তি পেলেন সেই খালেদা, অঝোরে কাঁদলেন মেয়েকে জড়িয়ে
ঋণ খেলাপি প্রার্থী শনাক্তে তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক
নতুন আর কোনো ব্যাংককে আপাতত একীভূত করা হচ্ছে না
এবার ইউসিবির সঙ্গে একীভূত করা হচ্ছে ন্যাশনাল ব্যাংক
X
Fresh