• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সর্বাধুনিক স্বাস্থ্য সেবা নিয়ে ‘কেয়ার বক্স’ এর যাত্রা শুরু

আরটিভি নিউজ

  ২৯ জুন ২০২১, ১৫:৪৮
সর্বাধুনিক স্বাস্থ্য সেবা নিয়ে ‘কেয়ার বক্স’ এর যাত্রা শুরু

রাজধানীর মনিপুরি পাড়ায় যাত্রা শুরু করলো কেয়ার বক্স। এটি একটি মডেল ফার্মেসি। মূলত ক্রেতাদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেরা মানের সেবা দেওয়াই কেয়ার-বক্সের লক্ষ্য।

কেয়ার বক্স চারটি সেবা দেবে। এর মধ্যে ২৪/৭ ওষুধ, পারসোনাল কেয়ার, ডাক্তার এবং ই-কমার্স। তাই এখানে প্রয়োজনীয় সব ধরনের ওষুধের বাইরেও পাওয়া যাবে এক ঘণ্টায় টেস্টের রিপোর্ট এবং অনলাইনে ওষুধ কেনার সুযোগ। এছাড়া আনন্দের বিষয় হচ্ছে কেয়ার বক্সে বিদেশ ফেরত কনসালটেন্ট ডাক্তার দেখাতে লাগবে না কোনও ভিজিট, টেস্টের রিপোর্টেও মিলবে সর্বনিম্ন খরচে।

কেয়ার-বক্সের ডিরেক্টর ও সিইও তাপস এস নিকোলাস বলেন, বাংলাদেশের ক্রেতাদেরকে ভেজাল মুক্ত ওষুধ, স্বাস্থ্যের যত্ন, ডিজিটাল কিওস্কের মাধ্যমে নিজের একান্ত ব্যক্তিগত পণ্য কেনার সুবিধা এবং অল্প সময়ে হোম ডেলিভারিসহ আধুনিক সব ব্যবস্থাই আমরা এখানে করছি। আমরা ডাক্তারের ভিজিট নেব না কিন্তু আমাদের এখানে যেসব ডাক্তার বসবেন তারা সবাই বিশেষজ্ঞ কনসালটেন্ট।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh