• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হঠাৎ বেড়েছে মুরগির দাম

আরটিভি নিউজ

  ১৮ জুন ২০২১, ১৩:১০
হঠাৎ বেড়েছে মুরগির দাম
ফাইল ছবি

দাম কমে সপ্তাহ পার হতে না হতেই মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। বৃষ্টি ও সরবরাহ সংকটের অজুহাতে ডিম ও সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। পেঁয়াজ ও রসুনের দাম কিছুটা কমেছে।

শুক্রবার (১৮ জুন) রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, ব্রয়লার মুরগি কেজিতে বিক্রি হচ্ছে ১৫০-১৫৫ টাকা। যেখানে তিনদিন আগেও বিক্রি হয়েছে ১৪০ টাকা কেজিতে। ব্রয়লার মুরগির দাম বাড়লেও পাকিস্তানি ককগুলো আগের দামেই ২২০-২৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সোনালী মুরগিও বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজিতে। আর ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগি।

মিরপুরের কাজিপাড়া বাজারে মুরগি কিনতে আসা সুমন নামে এক ব্যক্তি বলেন, সপ্তাহের এই দিনটি বাসায় থাকি। দুই ছেলেসহ আমাদের চারজনের পরিবার। গত সপ্তাহে মুরগি কিনেছিলাম ১৪০ টাকা কেজিতে। আজ শুক্রবার সে একই মুরগি কিনেছি ১৫০ টাকা কেজিতে। তাহলে কী করবেন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাধ্য হয়ে দুই কেজির জায়গায় একটু কম নেবো।

মুরগি ব্যবসায়ী আফজাল বলেন, গত সপ্তাহে দাম একটু কমেছিল, এখন আবার বেড়েছে। আজ ১৪৫ টাকা কেজি কেনা পড়েছে। আমি ১৫০ টাকা বিক্রি করছি। বলেন, বৃষ্টির কারণে হঠাৎ করে মুরগির সংকট পড়েছে, তাই দামটা বেড়েছে।

রাসেল নামে আরও এক ব্যবসায়ী বলেন, মুরগির দাম বাড়লেও গরুর মাংস ৫৮০-৬০০ টাকা, খাসির মাংস ৮৫০-৯০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বাজারগুলোতে। এছাড়াও ডিম বিক্রি হচ্ছে ৩৫-৩৮ টাকা হালি দরে। চড়া দামেই বিক্রি হচ্ছে চাল-ডাল, আটা-ময়দাও।

রামপুরা বাজারের সবজি বিক্রোতা রানা বলেন, বৃষ্টির অজুহাতে করলা, উস্তা, টমেটো বিক্রি করেছি ৭০-৮০ টাকা কেজিতে। শসা, বেগুন, চিচিঙ্গা, ঝিঙা, ধুন্দুল, বরবটি, কচুর লতি কেজিতে ৬০-৬৫ টাকা। এছাড়া কাঁচামরিচের কেজি ৬০-৭০ টাকা। পেঁপে, পটল, মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। জালি কুমড়া বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকায়। লাউও বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।

পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫-৪৫ টাকা কেজিতে। রসুনের মধ্যে ছোট দানার দেশি রসুন বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজিতে। আর ভারতীয় মোটা দানার রসুন বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকা কেজিতে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী
সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম
বাজারে বৈশাখী হাওয়ায় বেড়েছে ইলিশ-পোলট্রি মুরগির দাম
বাংলাদেশ ও আমিরাতে ভারতের পেঁয়াজ কূটনীতি
X
Fresh