• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কাল থেকে ব্যাংকের লেনদেন সময় বাড়লো

আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২১, ১৮:৫৯
ফাইল ছবি

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত চলমান ‘লকডাউন’ বা বিধিনিষেধ আগামী ১৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

রোববার (৬ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

চলমান লকডাউনে এতোদিন ব্যাংকের সময় ছিল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। কিন্তু এবার লকডাউন বাড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাংকে লেনদেনের সময়ও বাড়ানো হয়েছে। আগামীকাল সোমবার (৭ জুন) থেকে ১৬ জুন পর্যন্ত বাড়ানো লকডাউনে ব্যাংকের নতুন সময় সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লেনদেন চলবে।

ব্যাংকের ভেতর লেনদেন পরবর্তী অন্যান্য আনুষাঙ্গিক কাজ শেষ করার জন্য বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। এ নির্দেশনা আগামী ১৬ জুন পর্যন্ত বহাল থাকবে।

রোববার (৬ জুন) বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নববর্ষ উদযাপনে মানতে হবে যেসব বিধিনিষেধ
করোনায় আরও একজনের মৃত্যু
মেট্রোরেলে ইফতারে খাবার গ্রহণে বিধিনিষেধ
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
X
Fresh