• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রবাসী আয় কমেছে ১১ দশমিক ১ শতাংশ : বিশ্বব্যাংক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ এপ্রিল ২০১৭, ২০:২৮

গেল বছর বাংলাদেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) কমেছে প্রায় ১১ দশমিক ১ শতাংশ। ওয়ার্ল্ড ব্যাংকের পূর্বাভাস বলছে, চলতি বছরে প্রবাসী আয়ে ২ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি থাকবে বাংলাদেশের। বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

বর্তমানে দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের অবদান মোট জিডিপির ৬ শতাংশের মতো, যা ভারতের ক্ষেত্রে ২ দশমিক ৯ শতাংশ। আর জিডিপিতে প্রবাসী আয়ের অবদান সবচেয়ে বেশি নেপালে, ২৯ দশমিক ৭ শতাংশ।

২০১৬ সালে প্রতিবেশী ভারতে প্রবাসী আয় কমেছে ৮ দশমিক ৯ শতাংশ। চলতি বছর দেশটিতে প্রবাসী আয় এসেছে ৬ হাজার ২৭০ কোটি ডলারের। চীনে গেল বছর প্রবাসী আয় কমেছে ৪ দশমিক ৬ শতাংশ।

তবে ইতিবাচক প্রবৃদ্ধি ছিল ফিলিপাইন, পাকিস্তান ও মেক্সিকোতে। ২০১৬ সালে শীর্ষ প্রবাসী আয় গ্রহীতা নাইজেরিয়াতে প্রবাসী আয় কমেছে ১০ শতাংশ। মিসরে প্রবাসী আয় ৯ দশমিক ৫ শতাংশ হারে কমেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে উন্নয়নশীল দেশগুলোতে প্রবাসী আয়ের প্রবাহ আগের বছরের চেয়ে ২ দশমিক ৪ শতাংশ কমে ৪২ হাজার ৯০০ কোটি ডলারে নেমেছে। ২০১৫ সালে এ দেশগুলোর প্রবাসী আয় ছিল ৪৪ হাজার কোটি ডলার।

এ ছাড়া ২০১৬ সালে বিশ্বজুড়ে প্রবাসী আয়ের প্রবাহ আগের বছরের চেয়ে ১ দশমিক ২ শতাংশ কমে ৫৭ হাজার ৫০০ কোটি ডলারে নেমেছে। ২০১৫ সালে যা ছিল ৫৮ হাজার ২০০ কোটি ডলার।

প্রতিবেদনে আরো বলা হয়, ভূ-মধ্যসাগরীয় দেশগুলো ও রুশ ফেডারেশনে তেলের দরপতন ও দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে দক্ষিণ এশিয়া ও মধ্যএশিয়ার দেশগুলোর প্রবাসী আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে। ইউরোপে দুর্বল প্রবৃদ্ধির কারণে আফ্রিকার উত্তর ও সাহারা মরু অঞ্চলের দেশগুলোর প্রবাসী আয় কমেছে।

এমসি/এসজে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh