• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

দুই লাখ টাকার কম সঞ্চয়পত্রে টিআইএন সার্টিফিকেট লাগবে না

আরটিভি নিউজ

  ০৩ জুন ২০২১, ১৬:২৮
সঞ্চয়পত্র

২০২১-২২ অর্থবছরে দুই লাখ টাকার কম সঞ্চয়পত্র কিনতে এখন আর কোনো ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) সার্টিফিকেট লাগবে না। তবে দুই লাখের ঊর্ধ্বে যারা সঞ্চয়পত্র কিনবেন তাদের ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক।

বৃহস্পতিবার (৩ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এসময় সঞ্চয়পত্র নিয়ে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

২০২০-২১ অর্থবছরে মাত্র ৫০ হাজার টাকার অধিক সঞ্চয়পত্র কিনলেই টিআইএন সার্টিফিকেট জমা দেওয়ার বাধ্যবাধকতা ছিল।

অর্থমন্ত্রী বলেন, ভবনের নকশা অনুমোদন ও সমবায় সমিতির রেজিস্ট্রেশনে টিআইএন সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যবাধকতা রয়েছে।

জাতীয় সংসদে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট। এবারের বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

এফএ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইএমএফের টার্গেট কখনও পূরণ করা যাবে না : অর্থমন্ত্রী
X
Fresh