• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কোটিপতির সংখ্যা বাড়ছেই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ এপ্রিল ২০১৭, ১৮:১৭

দেশে এখন কোটিপতির সংখ্যা ৬৫ হাজার ৭৯৭ জন। এরা সবাই বাণিজ্যিক ব্যাংকের আমানতকারী।

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০১৬ সালের সেপ্টেম্বরের পর থেকে ডিসেম্বর পর্যন্ত সময় আমলে নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। শুধু এ তিন মাসে কোটিপতির সংখ্যা বেড়েছে ৩ হাজার ৭৫৯ জন।

প্রতিবেদনে দেখা গেছে, ডিসেম্বর পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকে ১ কোটি টাকা আমানত রাখা ব্যক্তির সংখ্যা ৫১ হাজার ৭৪১ জন। ৫০ কোটির ওপর টাকা রাখা ব্যক্তির সংখ্যা ৭৬৯ জন। ৪০ কোটি টাকার বেশি রাখা ব্যক্তির সংখ্যা ৩১৪ জন। ৩৫ কোটি টাকার বেশি ব্যক্তি রয়েছে ১৯২ জনের।