• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আখাউড়া-আগরতলা রেলরুটসহ ৬ প্রকল্প অনুমোদন

অনলাইন ডেস্ক
  ১৬ আগস্ট ২০১৬, ১৫:৫৭

আখাউড়া-আগরতলা নতুন রেলরুটসহ ছ’টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে এক হাজার ৯৫ কোটি ৪৭ লাখ টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেয় একনেক। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে এ তথ্য দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

আখাউড়া-আগরতলা রেলরুট প্রকল্পের মোট ব্যয় ৪৭৭ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে ভারতীয় অনুদানই থাকছে ৪২০ কোটি ৭৬ লাখ টাকা এবং বাকি৫৭ কোটি ০৫ লাখ টাকা জিওবি থেকে মেটানো হবে।

পরিকল্পনামন্ত্রী জানান, সমাজের বেদে, জেলে, কামার, ছুতার, ময়রাসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারার অর্থনীতিতে সংযুক্ত করতে প্রকল্প হাতে নেয়া হবে।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh