• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এক লিচু ৬ টাকা!

আরটিভি নিউজ

  ১৫ মে ২০২১, ১৪:৪৭
এক লিচু ৬ টাকা!
এক লিচু ৬ টাকা!

করোনার প্রভাবে বদলেছে মানুষের রুচি, বদলেছে খাদ্যাভাস। পুষ্টির কথা বিবেচনা করে বর্তমানে চাহিদার তুঙ্গে অবস্থান করছে দেশীয় ফল। বাজারে লিচুর উপস্থিতি জানান দিচ্ছে মধুমাস জ্যৈষ্ঠের উপস্থিতি। তবে স্বাদে মিষ্টি হলেও লিচুর দামটা বেশ তেঁতো।

আজ শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার গিয়ে দেখা যায়, হাতে গোনা দুই-তিনজন বিক্রেতা ঝাঁকায় করে লিচু বিক্রি করছেন। তারা ১০০ লিচু ৬০০ টাকা চাচ্ছেন।

লিচু বিক্রেতা বলেন, মৌসুমের শুরুতে বাজারে লিচুর আমদানি কম থাকায় দাম বেশি।

আরেক ব্যবসায়ী জানান, লিচু আনতে অনেক টাকা খরচ হয়। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

সম্প্রতি প্রায় সারাদেশের খুচরা বাজারে কেজি দরে তরমুজ বিক্রি হয়। খুচরা বাজারে ক্রেতারা তরমুজ প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা দরে কিনতে বাধ্য হচ্ছেন। তাতে প্রতিটি তরমুজে গড় মূল্য পড়ছে প্রায় ৫০০ টাকা। অথচ সেই তরমুজ ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে কিনছেন ১০০ থেকে ১৫০ টাকায়।

পরে দেশের বিভিন্ন জায়গায় তরমুজের দাম স্বাভাবিক রাখতে অভিযান চালায় প্রশাসন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাবিপ্রবি শিক্ষকের আবেদনে দিনাজপুরে হচ্ছে লিচু চত্বর
X
Fresh