• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইন্টারনেটে ভ্যাট ছাড় চায় মোবাইলফোন অপারেটররা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ এপ্রিল ২০১৭, ২০:৫০

ইন্টারনেট ব্যবহার বাড়াতে ভ্যাট অব্যাহতির প্রস্তাব করেছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে আসছে ২০১৭-১৮ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় অ্যামটব এ প্রস্তাব পেশ করেন। এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বৈঠকের সভাপতিত্ব করেন। প্রস্তাবটি সংগঠনের মহাসচিব টিআইএম নুরুল কবির পেশ করেন।

প্রস্তাবে বলা হয়, সাধারণ কোম্পানির মতো মোবাইলফোন অপারেটর কোম্পানিগুলোর কর্পোরেট কর কমানো, গ্রাহক আকৃষ্ট ও মোবাইল অপারেটদের আর্থিকভাবে স্বাবলম্বী করা, সিম কার্ডের ওপর আরোপিত সম্পূরক শুল্ক ও ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা চায়। বর্তমানে সিম ও রিম সরবরাহের ক্ষেত্রে ৩৬.৬৫ টাকা ভ্যাট ও ৬৩.৩৫ টাকা সম্পূরক শুল্কসহ ১০০ টাকা সিম ট্যাক্স এবং রিপ্লেসমেন্টে সিমে ১০০ টাকা ট্যাক্স পরিশোধ করা হয়।

এমসি/সি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh