• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

গেলো সপ্তাহে ভালো কাটেনি শেয়ারবাজার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ এপ্রিল ২০১৭, ১৮:৫৭

সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারের লেনদেন কমেছে ২৫ দশমিক ০৪ শতাংশ। সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৫৯৩ কোটি টাকা, যা গেলো সপ্তাহে ছিল চার হাজার ৭৯৩ কোটি টাকা। এছাড়া গড় লেনদেন হয় ৯৫৮ কোটি ৭৫ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০০টি কোম্পানির, কমেছে ২০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। লেনদেন হয়নি ১ কোম্পানির শেয়ার। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয় ৯৫ দশমিক ৮৫ শতাংশ।

এদিকে ডিএসইএক্স সূচক কমেছে ৯০ দশমিক ৫৪ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই ৩০ সূচক কমেছে ৪৬ দশমিক ৮৬ পয়েন্ট। আর শরিয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ১৭ দশমিক ৮৩ পয়েন্টে।

অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ২৪১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। সপ্তাহজুড়ে মোট ২৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৩টি কোম্পানির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

এমসি/সি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh