• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ব্যাংক খাতে দুই বছরের জন্য নিষিদ্ধ সাহিদ রেজা

আরটিভি নিউজ

  ২৮ এপ্রিল ২০২১, ১৩:৫৭
ব্যাংক খাতে দুই বছরের জন্য নিষিদ্ধ সাহিদ রেজা
মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান একেএম সাহিদ রেজা (ফাইল ছবি)

বাংলাদেশ ব্যাংক আগামী দুই বছর মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান একেএম সাহিদ রেজাকে ব্যাংক খাতে পরোক্ষ ও প্রত্যক্ষ দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছে। একই সঙ্গে ব্যাংকটির পরিচালক পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ জালিয়াতি করে পলাতক প্রশান্ত কুমার (পি কে) হালদারের বেনামি ঋণের ভাগ নেওয়ার তথ্য পাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) তাকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বর্তমানে তিনি মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান। তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রেজা গ্রুপেরও চেয়ারম্যান তিনি। এছাড়া তিনি মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার। ২০১৭ সালের ১ জুলাই থেকে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত তিনি ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, সাহিদ রেজার বিরুদ্ধে ঋণ অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি চাইলে এ সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে আপিল করতে পারবেন।

চিঠি পাওয়ার কথা স্বীকার করে একেএম সাহিদ রেজা বলেন, ‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্স থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়েছিলাম ঠিকই, তা আমি নিয়মিতভাবে পরিশোধ করেছি। তবে প্রতিষ্ঠানটি থেকে আমাকে দেওয়া ঋণের চেকের পেছনে অন্য কারও নাম ছিল। যে বিষয়টি আমি খেয়াল না করায় ফেঁসে গেছি।’

প্রসঙ্গত, পি কে হালদারের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান এমটিবি মেরিন, উইন্টেল ইন্টারন্যাশনাল, কনিকা এন্টারপ্রাইজ ও গ্রীনলাইন ডেভেলপমেন্টের ঋণের টাকা একেএম সাহিদ রেজার বিভিন্ন প্রতিষ্ঠানে জমা হয়। ঋণের বিধি-বিধান লঙ্ঘন করে বিপুল পরিমাণ অর্থ নেন তিনি।
পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জালিয়াতির অভিযোগে ব্রাজিলিয়ান তারকার দুই বছরের নিষেধাজ্ঞা
ইলিয়াস কাঞ্চন নেতৃত্বাধীন কমিটি দুই বছরে পিকনিক ছাড়া কিছু করেনি : সোহেল রানা
দুই বছরে ১৭০ ট্রেন দুর্ঘটনা, মৃত্যু ৪৯
দুই বছর না যেতেই ফরাসি প্রধানমন্ত্রীর পদত্যাগ   
X
Fresh