• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টিসিবির ৪ পণ্য কেনা যাবে অনলাইনে

আরটিভি নিউজ

  ২৬ এপ্রিল ২০২১, ২১:২৫
টিসিবির ৪ পণ্য কেনা যাবে অনলাইনে
ফাইল ছবি

ই-কমার্সের সহযোগিতায় টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে ভোজ্যতেল, ছোলা, চিনি এবং ডাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার ।

আজ সোমবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবির সহযোগিতায় ই-কমার্স অ্যাসোসিয়েশন (ই-ক্যাব) আয়োজিত 'মাহে রমজানে ঘরে বসে স্বস্তির বাজার' নামে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির ন্যায্যমূল্যের পণ্য মধ্যবিত্তের ঘরে পৌঁছে দেওয়ার জন্য ই-কমার্সের সহযোগিতা নিয়েছে। এর আগে এ প্রক্রিয়ায় পেঁয়াজ ও আম বিক্রয়ের ক্ষেত্রে দেশের মানুষ সুফল পেয়েছে। আশা করা যায়, মানুষ ই-কমার্সের প্রতি আস্থাশীল হবেন।

ই-ক্যাব ডিজিটাল হাট ডটনেটের ৮টি প্রতিষ্ঠানের মাধ্যমে টিসিবির ওই ৪ পণ্য বিক্রি করছে। সোমবার থেকে আগামী ৬ মে পর্যন্ত এ কার্যক্রম চলবে।

ভোজ্যতেল প্রতি লিটার ১০৮ টাকা, চিনি, ছোলা এবং ডাল ৫৮ টাকা দরে বিক্রি হচ্ছে। একজন ক্রেতা সপ্তাহে ৫ লিটার তেল এবং ৩ কেজি করে চিনি, ছোলা ও ডাল কেনার সুযোগ পাবেন। ডেলিভারি চার্জ ঢাকা শহরে সর্বোচ্চ ৩০ টাকা এবং ঢাকার বাইরে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন জেলায় ভারতীয় পেঁয়াজ বিক্রি শুরু মঙ্গলবার
সিরাজগঞ্জে খালাস হচ্ছে ভারত থেকে আসা টিসিবির পেঁয়াজ
ইমামদের টিসিবি’র কার্ডের আওতায় আনা হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী
‘টিসিবির পণ্য তালিকায় আরও কয়েকটি পণ্য যুক্ত হবে’
X
Fresh