• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শপিংয়ে যেতে লাগবে ‘মুভমেন্ট পাস’

আরটিভি নিউজ

  ২৫ এপ্রিল ২০২১, ১২:২৪
ফাইল ছবি।

করোনার দ্বিতীয় ঢেউয়ে পড়েছে দেশ। সংক্রমণ রোধে সব ধরনের সাবধানতা অবলম্বন করেছে সরকার। সারা দেশে লকডাউন চলছে। এদিকে এরই মধ্যে আজ (২৫ এপ্রিল) থেকে খুলে দেয়া হয়েছে মার্কেট ও শপিং মল।

এখন প্রশ্ন উঠেছে মার্কেটে যেতে মুভমেন্ট পাস লাগবে কিনা? পুলিশের ভাষ্য, কঠোর বিধি-নিষেধের মধ্যে শপিংয়ে যেতে লাগবে মুভমেন্ট পাস।

বর্তমানে বিধি-নিষেধ চলাকালীন সময় জরুরি প্রয়োজনে ঘরের বাইরে চলাচলের জন্য ১৪টি ক্যাটাগরিতে দেয়া হচ্ছে ‘মুভমেন্ট পাস’।

এই ১৪ ক্যাটাগরির মধ্যে অন্যতম - মুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধপত্র, চিকিৎসা কাজে নিয়োজিত, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি বা খুচরা ক্রয়, পর্যটন, মরদেহ সৎকার, ব্যবসা ইত্যাদি ক্যাটাগরিতে ‘মুভমেন্ট পাস’ দেয়া হচ্ছে। তবে শপিংমলে কেনাকাটার জন্য কোনো ক্যাটাগরি রাখা হয়নি।

এই ক্যাটাগরির বাইরে যাদের বাইরে যাবার প্রয়োজন তাদের অন্যান্য ক্যাটাগরিতে মুভমেন্ট পাস দেয়া হচ্ছে। সেই হিসেবে ‘লকডাউনে’ কেনাকাটা করতে যারা শপিং মলে কিংবা মার্কেটে যাবেন তাদের অন্যান্য ক্যাটাগরিতে মুভমেন্ট পাস দেয়া হচ্ছে।

'MOVEMENT PASS' অ্যাপস ব্যবহার করে যে কোনো নাগরিক কয়েকটি তথ্য দিয়ে খুব সহজইে এ পাস সংগ্রহ করতে পারবেন।

https://movementpass.police.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে পাসের জন্য আবেদন করতে হবে।

এম

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিডনিতে শপিং মলে হামলা : প্রত্যক্ষদর্শীদের ভয়াবহ বর্ণনা
X
Fresh