• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ব্যাংকে বৈশাখী ছাড়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ এপ্রিল ২০১৭, ১৭:২২

বাঙালির আনন্দ-উল্লাস এবং চিত্ত-বিনোদনের অন্যতম উপলক্ষ্য পহেলা বৈশাখ। কাল বাদ পরশুই ১৪২৪-এ পা দিচ্ছে বাংলা সন। আর বাংলা নববর্ষ ঘিরে কেনাকাটায় গ্রাহকদের ছাড় দিচ্ছে কয়েকটি ব্যাংক। উৎসব-আয়োজনকে আরো রঙিন করতে ব্যাংকগুলো উপহার হিসেবে এসব ছাড় দিচ্ছে।

শুধু কেনাকাটায় না, নারীর বৈশাখী সাজগোজে নানামুখী বিশেষ অফার দিচ্ছে বেশ কিছু ব্যাংক। ক্ষুদে বার্তার মাধ্যমে তা জানিয়ে দিচ্ছে ব্যাংকগুলো।

এর মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড ডেবিট-ক্রেডিট কার্ড গ্রাহকদের ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। এছাড়া ব্যাংকটির গ্রাহকরা কয়েকটি ফ্যাশন হাউজে কেনাকাটায় ১০ শতাংশ ছাড় পাবেন। সাজগোজে এ ব্যাংকের নারী গ্রাহকরা পারসোনায় পাবেন ১০ শতাংশ ছাড়।

ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) গ্রাহকরা ১৫ থেকে ২৫ শতাংশ ছাড় পাবেন কেনাকাটায়।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) গ্রাহকরা ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ে কেনাকাটার সুযোগ পাচ্ছেন।

সাউথ ইস্ট ব্যাংক গ্রাহকরা কার্ডে কেনাকাটায় আম্বার লাইফ স্টাইলে ১৫ শতাংশ ছাড় পাচ্ছেন।

ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা আড়ং থেকে কেনাকাটায় পাচ্ছেন ১৫ শতাংশ ছাড়। পাশাপাশি বেশ কয়েকটি শো-রুমে কেনাকাটায় ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন এ ব্যাংকের গ্রাহকরা। এছাড়া ব্যাংকটির অঙ্গপ্রতিষ্ঠান বিকাশ ক্যাশব্যাক দিচ্ছে।

এমসি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
কুকি-চিনের হাতে অপহৃত সেই ব্যাংক ম্যানেজারকে বদলি
সুপার লিগ নিশ্চিত শাইনপুকুর ও প্রাইম ব্যাংকের
বান্দরবানে ব্যাংক ডাকাতি, ৫২ জন দুদিনের রিমান্ডে
X
Fresh