• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ক্রেতাদের রেস্তোরাঁয় বসিয়ে খাওয়াতে চান মালিকরা

আরটিভি নিউজ

  ০৯ এপ্রিল ২০২১, ১৩:২৬
প্রতীকী ছবি।

বৈশ্বিক মহামারি করোনার দাপট বেড়েছে দেশে। মৃত্যু ও আক্রান্ত বেড়েই চলেছে। এমন অবস্থায় করোনা প্রতিরোধে দেশব্যাপী লকডাউন চলছে। চলমান লকডাউনে হোটেল-রেস্তোরাঁ বন্ধ হয়নি। তবে হোটেল-রেস্তোরাঁ খোলা থাকলেও ক্রেতাদের বসে খাওয়াতে নিষেধাজ্ঞা রয়েছে। সরকারি নির্দেশনা মেনে অনলাইনে চলছে বিক্রি। এ দিকে শুধু অনলাইনে বিক্রি নয়, স্বাস্থ্যবিধি মেনে ক্রেতাদের বসিয়ে খাওয়াতে চান হোটেল-রেস্তোরাঁর মালিকরা।

আরও পড়ুনঃ ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি নিজেদের এক বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি জানিয়েছে। অন্যথায় মানবন্ধন কর্মসূচি পালন করার কথা জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায়ীদের দাবির বিষয়ে সুস্পষ্টভাবে কোনো নির্দেশনা না এলে আগামী রোববার (১১ এপ্রিল) বেলা ১১টায় ঢাকার জাতীয় প্রেসক্লাব ও দেশের ৬৪টি জেলা শহরের প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে পবিত্র রমজান মাসে স্বাস্থ্যবিধি মেনে ইফতারি ও সাহ্‌রি বিক্রির সুযোগ দেয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি।

আরও পড়ুনঃ নিষেধাজ্ঞা অমান্য করেই পুণ্যস্নান করলো হাজারো মানুষ

এম

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
কাপ্তাই হ্রদে ৩ মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু
নারী কর্মীদের বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, সর্বশক্তি দিয়ে লড়বেন নেতানিয়াহু
X
Fresh