• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নিউ মার্কেট খোলায় হাঁপ ছেড়ে বাঁচলেন ব্যবসায়ীরা

আরটিভি নিউজ

  ০৯ এপ্রিল ২০২১, ১১:১৭
ছবি সংগৃহীত

স্বাস্থ্যবিধি মেনে শপিং মল ও দোকানপাট খোলার শর্তে শুক্রবার (৯ এপ্রিল) সকাল ৯ টায় থেকে খুলেছে রাজধানীর নিউ মার্কেটও। লোকসানের চিন্তায় থাকা ব্যবসায়ীরা হাঁপ ছেড়ে বাঁচলেন। দোকানপাট খুলে দেয়ার বেজায় খুশি তারা। এবার ঈদকে সামনে রেখে লাভের মুখ দেখতে পাবেন বলে আশা প্রকাশ করেন বিক্রেতারা।

আরও পড়ুনঃ বিমান দুর্ঘটনার পর আমাজনের গহীন জঙ্গলে ৩৮ দিন

নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন জানান, যে স্বাস্থ্যবিধি মানবে না তার দোকান বন্ধ করে দেয়া হবে বলে।

শুক্রবার সকাল ৯টার দিকে রাজধানীসহ সারা দেশে শপিংমল ও দোকানপাট খুলে দেয়া হয়। যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ১৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও দোকানপাট খোলা রাখা যাবে।

এম

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহী নগরীর নিউ মার্কেটের একটি দোকানে আগুন
সিডনিতে শপিং মলে হামলা : প্রত্যক্ষদর্শীদের ভয়াবহ বর্ণনা
X
Fresh