• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

এ সফর ভারতের সঙ্গে ব্যবসা তরান্বিত করবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ এপ্রিল ২০১৭, ১৩:২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর দেশটির সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী সম্পর্ক আরো তরান্বিত করবে। বললেন বেঙ্গল প্লাস্টিকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী বেঙ্গল প্লাস্টিকের চেয়ারম্যান আরটিভিকে এসব কথা বলেন।

জসিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলও এসেছেন। ভারতের ব্যবসায়ী নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি বলেন, দু’দেশের আমদানি-রপ্তানিতে ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।

চার দিনের ভারত সফরের শেষ দিন সোমবার দুপুরে ভারত-বাংলাদেশ বিজনেস ফোরামের মতবিনিময় সভায় বক্তৃতা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিল্লির হোটেল তাজ প্যালেসের শাহজাহান হলে এই মতবিনিময় সভায় হয়।

প্রধানমন্ত্রী তার সঙ্গে আসা ব্যবসায়ীদের বলেন, আশা করি আপনারা এ সফরের বাইরে গিয়ে কিছু বিনিয়োগ খুঁজবেন। শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, দেশের মানুষের ক্রয় ক্ষমতাও যেনো বাড়ে তা দেখতে হবে।

ভারতীয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, বিদেশিদের জন্য আমরা ১শ’ ইপিজেড তৈরি করছি। আপনারা বিনিয়োগ করলে সব সুবিধা দেয়া হবে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শনিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা
ভারতের হাইব্রিড পিচে খেলা হচ্ছে না মোস্তাফিজের
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন আরও ৫০ বিচারক
X
Fresh