• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হরতালের প্রভাবে চড়া নিত্যপণ্যের বাজার

আরটিভি নিউজ

  ২৮ মার্চ ২০২১, ১৯:০৯
সবজির বাজার

হেফাজতে ইসলামের ডাকা দেশব্যাপী হরতালের প্রভাবে ঢাকায় নিত্যপণ্যের বাজারে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। বাজারে প্রতিটি তরকারি বিক্রি হচ্ছে ১৫ টাকা থেকে ২০ টাকা বেশি দামে। পাশাপাশি উর্ধ্বগতিতে থাকা মুরগির দামও বেড়েছে কেজিতে ২০ টাকা।

রোববার (২৮ মার্চ) রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বাজারে সব রকম পণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকলেও বিক্রেতারা হরতালের প্রভাবে সরবরাহ কম থাকার অজুহাতে প্রতিটি পণ্যেরই বেশি দাম হাকাচ্ছেন। যার প্রভাবে অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা।

বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকায়, পেঁয়াজ ৩৫-৪০ টাকায়, সজনে ৭০ টাকায়, পেঁপে ৪০ টাকায়, শসা ৬০ টাকায়, লাউ ৬০ টাকায়, আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়, টমেটো ৩০ টাকায়, গোল বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকায়, করলা ৫০ টাকায়, কচুরমুখী ৮০ টাকায়, বরবটি ৫০ টাকায়, কাঁচামরিচ ৪০ টাকায়, পটল ৬০-৭০ টাকায়, কচুর লতি ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে কাঁচা তরকারির দাম বাড়ার বিষয়ে জানতে চাইলে কারওয়ান বাজারের তরকারি বিক্রেতা মাহাবুব আরটিভি নিউজকে বলেন, হরতালের কারণে বাজারে তরকারির গাড়ি কম আসছে। আমরা আড়ত থেকে মাল কিনে বিক্রি করি। আড়ত থেকেই আমাদের বেশি দামে তরকারি কিনতে হয়েছে তাই দাম একটু বেশি। তবে আগামীকাল হরতালের রেশ কেটে গেলে আবার দাম স্বাভাবিক হয়ে যাবে বলেও জানান তিনি।

বাজার করতে আসা একজন ক্রেতা মোহাম্মদ শ্যামল মিয়া বলেন, বাজারে প্রতিটি পণ্যের দাম বেড়েছে। বাজারে যে পরিস্থিতি চলছে তাতে আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। বাজারে কোনো কিছুই ধরা যাচ্ছে না। মুরগির দামতো প্রতিদিনই বাড়ছে। আজকে বাজারে তরকারির দামও বেড়েছে। কি কিনবো আর কি কিনবো না সেটাই ভেবে পাচ্ছি না।

তবে রোজার ভোগ্যপণ্য ছোলা, মুড়ি, খেজুর, মটর, গুড়সহ অন্যান্য পণ্য আগের দামেই বিক্রি হচ্ছে।

গত সপ্তাহে বাজারে ৩৩০ থেক ৩৫০ টাকায় বিক্রি হওয়া কর্ক মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৬০ টাকায়। ব্রয়লার ১৬০ টাকায় বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায়।

রাজধানীর গ্রীণ রোড থেকে কারওয়ান বাজারে মুরগি ক্রয় করতে আসা মুশিউর বলেন, প্রায় দুই মাস ধরেই বাজারে মুরগির দাম চড়া। পরশুদিন শবে বরাত তাই আজকে বাজারে আসলাম মুরগি কিনতে আসলাম। তবে আজকেতো দেখি আরও বেশি দাম। প্রতি কেজি মুরগিতে তারা ২০ থেকে ৩০ টাকা বেশি দাম চাচ্ছে।

উর্ধ্বগতিতে মুরগির দাম আবারও বাড়ার বিষয়ে জানতে চাইলে কারওয়ান বাজারের সাব্বির মুরগির আড়তের বিক্রেতা সাজু বলেন, ‘আজকে হরতাল চলছে তাই মুরগির গাড়ি আসে নাই বাজারে। কালকে আবার শবে বরাত। অনেকেই মুরগি কিনতে বাজারে আসছে। আজকে বাজারে যে পরিমাণ চাহিদা আছে সে পরিমাণ মুরগি নাই তাই কেজিতে ১০ থেকে ১৫ টাকা বাড়তি দামে মুরগি বিক্রি করতে হচ্ছে’।

দান কমার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, রমজানের আগে আর দাম কমার সম্ভাবনা নেই। বরং রমজানে আরও দাম বাড়তে পারে।

আরএস/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম
বাজারে বৈশাখী হাওয়ায় বেড়েছে ইলিশ-পোলট্রি মুরগির দাম
হিলিতে বেড়েছে সব ধরনের মুরগির দাম
কেজিতে ৪০ টাকা বাড়ল ব্রয়লার মুরগির দাম
X
Fresh