• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ব্যাংক ৩৫ শতাংশ লভ্যাংশ দিতে পারবে

আরটিভি নিউজ

  ১৫ মার্চ ২০২১, ১৮:১৬

এখন থেকে ৩৫ শতাংশ পর্যন্ত লভ্যাংশ দিতে পারবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলো। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের মধ্যে আলোচনায় এই সিদ্ধান্ত হয়েছে।

আজ সোমবার (১৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে দ্বিপক্ষীয় এই বৈঠক হয়।

জানা গেছে, আগে ব্যাংকগুলো লভ্যাংশ প্রদানের সর্বেোচ্চ সীমা ছিল ৩০ শতাংশ। বৈঠকে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে নগদ লভ্যাংশের পাশাপাশি বোনাস লভ্যাংশও দিতে পারে, সেই বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

ওই বৈঠকে শেয়ারবাজারের উন্নয়নে বিএসইসি ও বাংলাদেশ ব্যাংক সমন্বিতভাবে কাজ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বাংলাদেশ ব্যাংকের আগের জারি করা নির্দেশনা অনুযায়ী শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক সর্বোচ্চ ৩০ শতাংশ লভ্যাংশ দিতে পারতো। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল। আজ তা আরও ৫ শতাংশ বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়েছে। ৩৫ শতাংশের মধ্যে বোনাস ও নগদ লভ্যাংশ কত করে হবে, সেটা পরে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করবে।

আরও পড়ুন...
ভাইকে বাঁচাতে পারলেন না শরীফ

এম

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে ঈদে নতুন নোট পাওয়া যাবে ব্যাংকের যেসব শাখায়
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
X
Fresh