• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

প্রথমবারের মতো হালখাতা খুলবে রাজস্ব বোর্ড

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ এপ্রিল ২০১৭, ১৫:২৭

পহেলা বৈশাখে প্রথমবারের মতো হালখাতা খুলবে জাতীয় রাজস্ব বোর্ড। বকেয়া কর আদায়ে জাতীয় রাজস্ব বোর্ড এ উদ্যোগ নিচ্ছে।

বললেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

বুধবার এনবিআর কার্যালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।

এসময় ইআরএফের সভাপতি সাইফ হোসেন দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, বকেয়া আদায়ে আমরা এবার নতুন পরিকল্পনা নিয়েছি। পহেলা বৈশাখের আগের দিন চৈত্র সংক্রান্তিতে করদাতাদের মিষ্টিমুখ করানো হবে। নববর্ষ উপলক্ষে এবার হালখাতা করা হবে।

নতুন ভ্যাট আইন সম্পর্কে এনবিআর চেয়ারম্যান বলেন, নতুন ভ্যাট আইন সম্ভাবনার নতুন দিগন্ত। এ বিষয়ে মাঠ পর্যায়ে বির্তক প্রতিযোগিতা হয়েছে। আগামীতে ব্যবসায়ীদের সঙ্গে নতুন ভ্যাট আইন নিয়ে বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হবে।

তিনি বলেন, তরুণদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। তারা ডোর টু ডোর গিয়ে জনগণকে কর বিষয়ে সচেতন করবে।

তিনি বলেন, নতুন কাস্টমস আইন হয়েছে। এনবিআরের প্রথাগত যে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা ছিল তা আমরা কাটিয়ে উঠছি। এনবিআরের ওয়েবসাইট, ফেসবুক, টুইটার, লিংডিন দেখলে দেখা যাবে এনবিআরের পরিধি কত বিস্তৃত হয়েছে।

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh