• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভারতে স্বর্ণের দাম কমলো ১০ হাজার

আরটিভি নিউজ ডেস্ক

  ০৫ মার্চ ২০২১, ১২:৫৪
gold price fell by 10 thousand In India
সংগৃহীত

হঠাৎ করেই ভারতে কমছে স্বর্ণের দাম। গত বছরের শুরুতে স্বর্ণের দাম বাড়তে বাড়তে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম উঠেছিল ৫৬ হাজার রুপি পর্যন্ত। তবে কয়েক মাসের ব্যবধানে চলতি মাসে তা কমে ৪৬ হাজার রুপিতে নেমে গেছে।

আরও পড়ুন : পরমাণু চুক্তি নিয়ে নমনীয় হচ্ছে ইরান

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর পড়ে যাওয়ায় মূল্যবান এই ধাতুর দাম কমছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, আন্তর্জাতিক বাজারে বন্ডের সুদের হার বেড়েছে। ফলে স্বর্ণের পরিবর্তে বন্ড কেনাতেই প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা। তাই স্বর্ণে বিনিয়োগ কমতে শুরু করেছে যুক্তরাষ্ট্রে।

আরও পড়ুন : স্বামীকে স্কুটিতে করে শ্বশুরবাড়ি গেলেন নতুন বউ!

এমতাবস্থায় আন্তর্জাতিক বাজারে প্রভাব পড়তে শুরু করেছে। আবার বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন শিথিল হওয়ায় ব্যবসা-বাণিজ্য অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। এর ফলে স্বর্ণের দাম কমছে।

মূলত করোনাভাইরাস মহামারির কারণে শেয়ার বাজারে ধস নেমেছিল। তখন অনিশ্চয়তা থেকে বাঁচতে বিনিয়োগকারীরা স্বর্ণতে বিনিয়োগই নিরাপদ বলে মনে করছিল। তাই স্বর্ণের দিকে ঝুঁকছিলেন তারা। ফলে লাফিয়ে বেড়েছিল স্বর্ণের দাম।

গত বছরের শুরুর দিকে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ৪০ হাজার রুপির আশপাশে ছিল। তবে মার্চ থেকে তা বাড়তে থাকে। শেষপর্যন্ত আগস্টে গিয়ে ৫৬ হাজার রুপিতে পৌঁছায়। এরপরই আবার দাম কমার প্রবণতা শুরু হয়।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ইরানে ইসরায়েলি হামলা, লাফিয়ে বাড়ল তেল ও স্বর্ণের দাম
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
X
Fresh