• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এসএমই উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ এপ্রিল ২০১৭, ১৫:৪৪

অর্থায়নে গতি আনতে ক্ষুদ্র ও মাঝারি, কটেজ, মাইক্রো খাতের নতুন উদ্যোক্তাদের জামানত ছাড়া ১০ লাখ টাকার বেশি ঋণ দেয়া হবে। পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় তারা এ ঋণ পাবেন। তবে তাদের উদ্যোগ এবং উৎপাদিত পণ্য ও সেবার বাজার বিবেচনা করে এ ঋণ দেয়া হবে।

দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায়ের সই করা প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, নারী উদ্যোক্তাদের ব্যক্তিগত গ্যারান্টিকে জামানত হিসেবে বিবেচনা করে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা সহায়তা দেয়া হবে।

কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতের নারী উদ্যোক্তাদের অর্থায়নের বিষয়টি আরো সহজ করতে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।

অবিলম্বে এ নির্দেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh