• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে ভুটান

আরটিভি নিউজ

  ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৩
ফাইল ছবি

বাংলাদেশ থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট আমদানি করার জন্য আগ্রহ প্রকাশ করেছে ভুটান। বুধবার (২৪ ফেব্রুয়ারি) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে এক ওয়েবিনার সাক্ষাতে বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনতসি এই আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ভুটানকে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানির বিষয়ে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী দেশের ডিজিটাল প্রযুক্তি বিকাশে এদেশের সকল অগ্রগতির বিষয় তুলে ধরে বলেন, ডিজিটাল প্রযুক্তি বিকাশে বিশ্বে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম একটি দেশ। এসবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় সম্ভব হয়েছ। আমরা দেশের সকল ইউনিয়নে ডিজিটাল সংযোগ দিয়েছি। প্রতিটি গ্রামে সংযোগ দিতে উদ্যোগ নিয়েছি। বাংলাদেশ এখন ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি করছে।

এসময় ভুটানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ভুটানের বন্ধু ছাড়াও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। এছাড়াও তিনি দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ককে উচ্চতর স্থানে উপনীত করার প্রচেষ্টার কথাও জানান।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৯ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
রাজা জিগমে খেসারের আমন্ত্রণে ভুটান গেছেন তথ্য প্রতিমন্ত্রী
‘যত জঙ্গি গ্রেপ্তার করেছি, একজনও মাদরাসার ছাত্র নন’
X
Fresh