• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পরিস্থিতির উন্নতি হলে বাণিজ্যমেলা হবে : বাণিজ্যমন্ত্রী

আরটিভি নিউজ

  ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫২
ছবিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করা হবে। এমনটাই জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে বাংলাদেশ-চায়না এক্সিবিশন সেন্টার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর কাছে এই এক্সিবিশন সেন্টার হস্তান্তর করেন।

মন্ত্রী বলেন, ‘রপ্তানি উন্নয়ন ব্যুরোর সঙ্গে আলোচনা করে মেলার সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছিল। বিষয়টি নিয়ে একটা প্রাথমিক সম্মতিও পেয়েছিলাম আমরা। তবে করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী বলেছেন এটাকে স্লো করার জন্য। পরিস্থিতি উন্নয়ন হলে এটা আমরা করবো। ফলে মেলা আয়োজনের পুরো বিষয়টি এখন নির্ভর করছে করোনা পরিস্থিতির উন্নতির ওপর। আশা করি, এ বছর আমরা একটা সুন্দর সময়ে মেলার আয়োজন করতে পারব।’

এম

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh