• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কাঁচাবাজারে দাম বাড়লো যেসব সবজির

আরটিভি নিউজ

  ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২১
কাঁচাবাজারে দাম বাড়লো যেসব সবজির

রাজধানীর কাঁচাবাজারগুলো হঠাৎ করেই উত্তপ্ত হয়ে পড়েছে। সপ্তাহের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় খাবারের আলু, ডিম, পেঁয়াজ এবং মুরগিসহ অনেক সবজিরই দাম বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর-১, শুক্রাবাদ, যাত্রাবাড়ী ও মালিবাগের বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে ত্রিশ টাকা কেজির দেশি পেঁয়াজ ১০ টাকা বৃদ্ধি পেয়ে এখন বিক্রি হচ্ছে ৪০ টাকায়। বিক্রেতারা জানিয়েছে পাইকারিতে দাম বেড়েছে বলেই খুচরা বাজারে দাম বাড়ানো হয়েছে।

কারওয়ান বাজারের এক ব্যবসায়ী জানান, রাজধানীতে সচরাচর পাওয়া দেশি পেঁয়াজ ফরিদপুর থেকে আসছে। হঠাৎ করেই এই অঞ্চলের পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। বাড়তি দামে আমাদের কিনতে হচ্ছে বলে আমরাও বাড়তি দামে বিক্রি করছি। গত সপ্তাহে দাম কম ছিল। তখন মনে হয়েছিল আগামী ক’দিন পর হয়তো দাম আরও কমবে কিন্তু দাম না কমে বরং বেড়েছে। গত সপ্তাহে ১২৫ টাকা পাল্লা পেঁয়াজ বিক্রি করেছি অথচ এই সপ্তাহে দাম বৃদ্ধি পাওয়ার জন্য ১৭৫ টাকা পাল্লা বিক্রি করতে হচ্ছে।

শুক্রাবাদ বাজারে বাজার করতে আসা তানভীর মাহমুদ জানান, হঠাৎ করেই দেখি পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেশি। তিন চারদিন আগেও ৩০ টাকা করে পেঁয়াজ নিয়েছি। এছাড়াও তিনি বলেন, মাঝারি ধরনের লাউ ৫০ থেকে ৬০ টাকা করে দাম হাঁকাচ্ছে বিক্রেতারা। অথচ কয়েকদিন আগেই এই লাউ ৩০ থকে ৪০ টাকা করে নিয়েছি। হঠাৎ করে দাম বৃদ্ধির কারণ বুঝতে পারছি না।

পেঁয়াজ ছাড়াও বাজারে অন্যান্য সবজির দাম বৃদ্ধি পেয়েছে। মালিবাগে বাজার করতে আসা মোস্তফা দুঃখু জানান, সপ্তাহের শুরুতে দুই কেজি আলু ৩৫ টাকায় নিয়েছি। কিন্তু আজ সেই আলু ৪০ টাকা দিয়ে নিতে হচ্ছে।

এদিকে বাজারে সবজির সরবরাহ পর্যাপ্ত পরিমাণে থাকায় কয়েকদিন আগেও স্বস্তি ছিল সাধারণ ক্রেতাদের মাঝে। তবে এভাবে দাম বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষগুলো শঙ্কায়। গত সপ্তাহে ৩০-৩৫ টাকা কেজি বিক্রি হওয়া শিম এখন ৪০-৫০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। টমেটো ৩০ টাকা থেকে হয়েছে ৪০ টাকা কেজি। মুলা ২০ টাকা থেকে হয়েছে ২৫-৩০ টাকা কেজি, বেগুন ৩০ থেকে ১০ টাকা দাম বেড়ে হয়েছে ৪০ টাকা।

এসআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী
সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম
মেহেরপুরে পেঁয়াজ, রসুন ও আদার দাম বৃদ্ধি, ক্রেতা নেই সবজির 
ঈদের পর কারওয়ান বাজার স্থানান্তর কাজ শুরু হবে
X
Fresh