• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম

আরটিভি নিউজ

  ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৮
ফাইল ছবি

রাজধানীর বাজারগুলোতে হঠাৎ বেড়ে গেছে দেশি পেঁয়াজের দাম। বাজারভেদে খুচরা পর্যায়ে কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ১২ টাকা পর্যন্ত। কেন দাম বাড়লো তার সঠিক কারণ আড়ৎদাররা ব্যাখ্যা না করলেও বরাবরের মতোই এবারও তারা একে অপরকে দুষছেন।

কারওয়ান বাজারে খুচরা পর্যায়ে বৃহস্পতিবার প্রতি কেজি পেঁয়াজ ৩৬ থেকে ৩৮ টাকায় বিক্রি হয়েছে। পাইকারিতে এ দাম ছিল ৩৪ টাকা কেজি। অথচ গত সপ্তাহেও বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২৬ থেকে ২৮ টাকায় বিক্রি হয়েছিল।

কারওয়ান বাজারের একজন পেঁয়াজের পাইকারি বিক্রেতা বলেন, এখন বেশির ভাগ দেশি পেঁয়াজের জোগান আসছে ফরিদপুর থেকে। সেখান থেকে ৪০ কেজির প্রতি বস্তা ১ হাজার ২০০ টাকায় কিনেছি। এর সঙ্গে পরিবহন খরচ কেজিপ্রতি ৩ টাকা। তাতে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়েছে ৩৩ টাকা। এ পেঁয়াজ কিছুতেই পাইকারিতে ৩৪-৩৫ টাকার কমে বিক্রি সম্ভব নয়। দাম বাড়ার জন্য এই বিক্রেতা দায়ী করেন ঘন কুয়াশাকে।

আরও পড়ুন :

এছাড়া ঢাকার বিভিন্ন আরও কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা যায়, গত সপ্তাহে কেজি প্রতি পেঁয়াজের দাম ছিল সর্বনিম্ন ১৮ টাকা। এক সপ্তাহের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ থেকে ৪০ টাকায়।

রাজধানীর মিরপুর ১১ ও শান্তিনগর বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, জোগান আগের চেয়ে কমে গেছে, তাই দাম বাড়তি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
জোরেশোরে চলছে কারওয়ান বাজার সরিয়ে নেওয়ার কাজ (ভিডিও)
আরটিভিতে আজ যা দেখবেন
X
Fresh