• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ভারতে আমদানি শুল্ক কমিয়ে দেয়ায় স্বর্ণের দামও কমে গেলো

আরটিভি নিউজ

  ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০৬
ফাইল ছবি

ভারতে স্বর্ণ ও রুপার আমদানি শুল্ক কমিয়ে দেয়ায় বাজারে স্বর্ণের দামও কমে গেছে। শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয়ায় কার্যত স্বর্ণ ব্যবসায়ীদের কথা রাখলেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

সোমবার ২০২১-২২ অর্থবছরের জন্য ভারতের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটে স্বর্ণ ও রুপার ওপর আমদানি শুল্ক কমিয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে। যা আগে ছিল ন্যূনতম সাড়ে ১২ শতাংশ।

ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডটকমের এক প্রতিবেদনে আরও বলা হয় ২০১৯ সালের জুলাইয়ে শুল্ক বাড়িয়ে সাড়ে ১২ শতাংশ করা হয়, যার জন্য বাজারে স্বর্ণের দামও হু হু করে বেড়ে যায়। দাম কমানোর উদ্দেশ্যেই আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে বাজেটের এ ঘোষণার পরপরই ভারতের বাজারে স্বর্ণের দাম কমে গেছে। এপ্রিলে যে স্বর্ণ আমদানি হবে তার দাম প্রতি ১০ গ্রামে ২ হাজার ১৩৬ রুপি কমে হয়েছে ৪৭ হাজার ২০১ রুপি। তবে বেড়েছে রুপার দাম।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম 
একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম
ইরানে ইসরায়েলি হামলা, লাফিয়ে বাড়ল তেল ও স্বর্ণের দাম
সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম
X
Fresh