• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রূপালী ব্যাংকের অনলাইন সেবা সব শাখায়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মার্চ ২০১৭, ২৩:২৫

অনলাইনের আওতায় রূপালী ব্যাংকের সব শাখা। ফলে ব্যাংকের গ্রাহকরা দেশের যেকোনো জায়গা থেকে লেনদেন করতে পারবেন।

মঙ্গলবার মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে সব শাখায় অনলাইন কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (সিইও) আতাউর রহমান প্রধানসহ অনেকে ছিলেন।

এসময় বক্তারা বলেন, গেলো ২৭ মার্চ শেষ শাখাটি কোর ব্যাংকিং সল্যুশনের (সিবিএস) আওতায় আনার মাধ্যমে এ মাইলফলক স্থাপন করে ব্যাংকটি। ব্যাংকের সার্বিক কর্মকাণ্ডে স্বচ্ছতা আনয়ন এবং গ্রাহকদের সর্বাধুনিক ব্যাংকিং সেবা দেয়ার লক্ষ্যে সব রাষ্ট্রায়ত্ব ব্যাংকের আগে পূর্ণাঙ্গ অটোমেশনে এসেছে রূপালী ব্যাংক। ফলে গ্রাহকরা ব্যাংকের ৫৬৩টি শাখায় অনলাইনে সেবা গ্রহণ করতে পারবেন।

এ সময় চেয়ারম্যান মনজুর হোসেন জানান, অনলাইনে সব শাখা আনা হয়েছে। তবে এখন কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরদারি ও দক্ষতা বাড়ানোর তাগিদ দেন।

এমসি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh